• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করতে হবে: এ্যানি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করতে হবে। আন্দোলন করেই নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।

শেখ হাসিনার অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একই সিদ্ধান্তে অবস্থান নিয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ্যানি বলেন, ‘আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এ এক দফা কোনো বাধা মানবে না। কেউ যদি বাধা দিতে আসে তা উপেক্ষা করে এক দফা আন্দোলনকে সফল করতে হবে। কারণ এ এক দফা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে। এক দফার ভিত্তিতে কঠিন আন্দোলন গড়ে তোলায় আমাদের লক্ষ্য। যতদিন পর্যন্ত এ সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত এক দফার ভিত্তিতে আমাদের আন্দোলন চলবে। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকার সাবুর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ ব্যাপারী, হাফিজ উল্যা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা অধ্যাপক নিজাম উদ্দিন, শাহ মোহাম্মদ এমরান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহম্মেদ ফেরদৌস মানিক প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ