আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির দুদিনের পদযাত্রা নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার দুপুর ১২টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ডিএমপি কমিশনার বলেছেন— একটি রুট নিয়ে পরামর্শ আছে। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির এ নেতা।
এর আগে রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এ্যানির নেতৃত্বে একটি গাড়িতে করে প্রতিনিধিদলটি রাজধানীর মিন্টো রোডসংলগ্ন ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায়।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও সঙ্গে ছিলেন।