• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের উন্নয়নের ধারা কেউ নস্যাৎ করতে পারবে না: তোফায়েল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আসীন হয়েছে। বাংলাদেশের এই উন্নয়নের ধারা কেউ নস্যাৎ করতে পারবে না।

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা (আওয়ামী লীগ) সুসংগঠিত। ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হসিনা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আজ রবিবার ভোলা জেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এখানকার গ্যাস দিয়েই গড়ে ওঠবে বহু শিল্পকারখানা। এখন প্রয়োজন ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করা। এই ব্রিজটি হলেই ভোলাতে শিল্প কারখানা গড়ে ওঠতে আর কোনো বাধা থাকবে না। এখানে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পরিবহন করা যাবে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান ভোলায় জমি কিনতে শুরু করেছে। বর্তমানে ভোলায় গ্যাস ভিত্তিক ৩টি বিদ্যুৎ প্লান্ট চালু রয়েছে। প্রতিদিন ৬শ মেঘাওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদিত হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৫শ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে। ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ হলে ভোলা হবে উন্নত একটি জেলা।

জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এ সময় সার্বিক পরিস্থিতি তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সিভিল সার্জন ডা. এএম শফিকুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশী নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ