সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নেমে গেছে টাইগাররা। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সেই সাথে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তেও স্বাগতিকরা। তবে সমীকরণ একটাই, জিততে হবে।
এমন সব সমীকরণের ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আজকের ম্যাচে দু’টি পরিবর্তন। ইনজুরির কারণে একাদশে নেই রনি তালুকদার। আর শরিফুলের বদলে খেলবেন হাসান মাহমুদ। দুই পরিবর্তন হলেও আগের ম্যাচের মতোই একাদশে আছেন ৩ পেসার ও ২ স্পিনার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিকুল্লাহ অটল, করিম জানাত, রাশিদ খান (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।