চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনু্ষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই আসরে বাংলাদেশের অন্যান্য দলের মতো অংশ নেবে পুরুষ ফুটবল দল। তবে সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে স্কোয়াডে থাকা ৩ তারকা ফুটবলারের সার্ভিস পাচ্ছে না লাল-সবুজের দল।
বাংলাদেশের ফুটবলে নতুন তারকা ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের চূড়ান্ত তালিকায় নেই এই ফুটবলার। শুধু মোরসালিন নয়, আনিসুর রহমান জিকো, তারিক কাজীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবলারই নেই দলে।
এশিয়ান গেমসের ঠিক একই সময় এশিয়ার ক্লাব ফুটবলের দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি রয়েছে। এ জন্য বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ক্লাবটি।
আগামী ১৫ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অব খেলবে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলতে হলে ১৫ এবং ২২ আগস্ট দুটি নক-আউট ম্যাচ জিততে হবে। ওই ম্যাচ দুটি জিততে পারলে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এশিয়ার ক্লাবের শীর্ষ স্তর চ্যাম্পিয়ন্স লিগই খেলবে বসুন্ধরা কিংস।
ওই ম্যাচগুলোতে হেরে গেলে চ্যাম্পিয়ন্স লিগের পরের স্তর এএফসি কাপে খেলবে বসুন্ধরা কিংস। সেই এএফসি কাপের চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচ ১৮-২১ সেপ্টেম্বর এবং ২-৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ফলে কিংসের পক্ষে ওই সময় খেলোয়াড় ছাড়া কষ্টকর হবে। চ্যাম্পিয়ন্স লিগেরও একই সময় খেলা।
এএফসি কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা রয়েছে ঢাকা আবাহনীরও। ঢাকা আবাহনী এএফসি কাপের প্লে-অব পর্ব উতরালে তারাও খেলবে এএফসি কাপ। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবাহনীর খেলোয়াড়ও বাদ দিয়ে এশিয়ান গেমসের তালিকা করেছে। ফলে হৃদয়ের মতো গুরুত্বপূর্ণও খেলোয়াড় নেই এশিয়ান গেমসের তালিকায়।
জাতীয় দলের খেলায় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। ৪-১২ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে কিংস-আবাহনীর খেলোয়াড়রা অংশ নেবেন। এর পরের সপ্তাহেই এশিয়ান গেমস ফিফা উইন্ডোর বাইরে পড়ায় এবং একই সময় আন্তর্জাতিক সূচি থাকায় খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা নেই ক্লাবগুলোর।
মূলত এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট অনূর্ধ্ব-২৩ দল খেলে। এর সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। এজন্য এশিয়ান গেমসের দীর্ঘ তালিকায় ৫৮ জন খেলোয়াড় রেখেছিল বাফুফে। এতে মোরসালিন, জিকো, হৃদয়, তারিকসহ সবাই ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সেই নাম গেমস কমিটিকে প্রেরণ করেছিল।
গত ১৫ জুলাই ছিল এশিয়ান গেমসের জন্য সকল ডিসিপ্লিনের খেলোয়াড় চূড়ান্ত করার ডেডলাইন। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সূচি ব্যস্ততায় এই দুই ক্লাবের খেলোয়াড় বাদ দিয়েই ২২ জনের চূড়ান্ত তালিকা করেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
২২ জনের মধ্যে তিন জন সিনিয়র খেলোয়াড়ের মধ্যে অধিনায়ক জামাল ভূইয়া রয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলায়। আগস্টে শুরু হতে যাওয়া ঘরোয়া লিগের দলবদলে তিনি যদি বসুন্ধরা কিংস বা আবাহনীতে নাম লেখান তাহলে তারও এশিয়ান গেমসে খেলা শঙ্কার মধ্যে পড়বে।
এশিয়ান গেমসের সময় পুরুষ ফুটবলে এশিয়ায় আন্তর্জাতিক ক্লাব সূচি থাকায় খানিকটা বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ। পুরুষ ফুটবল দল তৈরিতে জটিলতা থাকলেও নারী দল নিয়ে কোনো সমস্যা নেই। হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদের সংখ্যা ১৮৩ জন ; কোচ, ম্যানেজার, কর্মকর্তা নিয়ে কন্টিনজেন্টের সংখ্যাটা দাড়াবে ২৫০ জনের আশেপাশে।
এবার ফুটবল ছাড়াও বক্সিং, হকি, অ্যাথলেটিক্স, আরচ্যারি, সাতার,কাবাডি, ব্রিজ,বক্সিং, ফেন্সিং,শুটিং,তায়কোয়ান্দো, ভারত্তোলন, গলফ, কারাতে, দাবা, ক্রিকেট ডিসিপ্লিনে এশিয়ান গেমেস অংশগ্রহণ করবে বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কন্টিনজেন্ট তালিকা চূড়ান্ত করে সরকারের অনুমতির জন্য প্রেরণ করবে।