সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফায় পদযাত্রা শুরু করেছে বিএনপি। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার পর গাবতলী থেকে শুরু হয়। বিকেল ৪টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে এ পদযাত্রা।
গাবতলী থেকে শুরু করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকার পাশাপাশি সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা। সারাদেশের সকল জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকার পদযাত্রায় প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আনিসুল হক। আরো উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খুসরু মাহমুদ চৌধুরীসহ হাজার হাজার নেতা-কর্মীদের।
যাত্রাপথ- গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর (১), মিরপুর (১০) গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় স্মরণী, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি।
পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে রং বেরংয়ের প্লেকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি।
পদযাত্রাটি সকাল ১১ টায় গাবতলি এস এ খালেক বাস স্টেশনের সামনে থেকে শুরু করে আগারগাঁও, বিজয় স্মরণী, কাওরান বাজার এফডিসি রোড, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল শাপলা চত্বর, দয়াগঞ্জ হয়ে রায় সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্কে) গিয়ে শেষ হবে।
মহানগর উত্তর বিএনপির পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক, আমিনুল হক, মীর সরাফত আলী সফু, নাজিম উদ্দীন আলম, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুবদলের মামুন হাসান, ঢাকা মহানগর বিএনপির এম কফিল উদ্দিন আহমেদ, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক, এ্যাড আখতারুজ্জামান, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ও যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, দক্ষিণখান থানা বিএনপির মোতালেব হোসেন রতন ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, মোহাম্মদপুর থানা বিএনপির এম এস আহমাদ আলী, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, শাহআলী থানা বিএনপির এস এম কায়সার পাপ্পু, সোলায়মান দেওয়ান, ভাটারা থানা বিএনপির সেলিম মিয়া, মোহাম্মদপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশসহ প্রমুখ।