• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ জুলাই, ২০২৩

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। প্রথম ম্যাচ বাংলাদেশ জেতার পর দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছে। তাই এই ম্যাচে নির্ধারন হবে সিরিজের ফল।

বাংলাদেশ এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার একাদশে জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে এসেছেন শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি। ভারতীয় দলে প্রিয়া পুনিয়ার জায়গায় ফিরেছেন শেফালি ভর্মা।

বাংলাদেশ একাদশ

শামীমা সুলতানা, ফারজানা হক, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, রিতু মনি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

ভারত একাদশ

স্মৃতি মান্ধানা, শেফালি ভর্মা, হরমনপ্রিত কর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, হারলিন দেওল, আমানজত কর, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, স্নেহ রানা ও মেঘনা সিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ