ক্রুজ আজলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে স্বপ্নের মতো অভিষেক হয়েছে লিওনেল মেসির। ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক ফ্রি কিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন আর্জেন্টাইন তারকা। এই গোলের পর তাকে বিশেষ উদযাপনে মাততে দেখা যায়।
বাংলাদেশ সময় শনিবার ভোরে ডিআরবি পিএনকি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচটি মায়ামি জিতেছে ২-১ ব্যবধানে।
রবার্ট টেলর মায়ামিকে এগিয়ে নিয়েছিলেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে উরিয়েল আনতুনা সমতা এনে দেন আজুলকে। একটা সময় মনে হচ্ছিল ১-১ সমতায় শেষ হবে খেলা। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে জাদুকরী রূপে হাজির হন মেসি। ৫৪ মিনিটে বদলি নামা এই তারকা ফ্রি-কিকে গোল করে দলকে জয়ের আনন্দে মাতান।
গোল করার পর সতীর্থদের সঙ্গে প্রথমে উদযাপন সারেন মেসি। এরপর গ্যালারির দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো গ্যালারির যে স্থানে ছিলেন, সেখানে পৌঁছে যান মেসি। গোল করার আনন্দ ভাগাভাগি করেন ছেলেদের সঙ্গে।
ম্যাচ শেষে জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেছেন, ‘আমরা এই অসংখ্য সমর্থকদের (মাঠে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে) এভাবে জয় উপহার দিয়েই শুরু করতে চেয়েছিলাম। আমরা জানতাম, জয় দিয়ে এই চ্যাম্পিয়নশিপ শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত আমরা শেষ পর্যন্ত এটা করতে পেরেছি এবং আমি খুবই খুশি।’
সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা আরও বলেন, ‘লিগে আমাদের যে চিত্র ছিল, সেই প্রেক্ষিতে এই জয় আমাদের জন্য খুবই আনন্দের। জেতা শুরু করাটা গুরুত্বপূর্ণ। ভিন্ন চ্যাম্পিয়নশিপ হলেও আত্মবিশ্বাসের জন্য এই জয় অনেক কাজে দেবে।’
লিগস কাপ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্স-এর ৪৭ ক্লাব নিয়ে আয়োজিত হয়ে থাকে। মেসিকে নিয়ে এবারের আসরে মায়ামির শুরুটা হলো দারুণ।