• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

খালেদা ও তারেকের সঙ্গে সংলাপে সাংবিধানিক বাধা রয়েছে : হুইপ স্বপন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ জুলাই, ২০২৩
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তাই তাদের সঙ্গে সংলাপে সাংবিধানিক বাধা রয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামির সাথে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সংলাপ করাটা সংবিধানসিদ্ধ নয়। তবে সংলাপের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা যেতে পারে। সেই আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত হতে পারে বিএনপির কার সঙ্গে সংলাপে বসা সম্ভব।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর ভেতরে দেশ প্রেম নেই মোটেও। তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে। অথচ দেশপ্রেমিক কখনো বিদেশের কাছে নিজের দেশকে খাটো করে প্রকাশ করতে পারে না। বিএনপি-জামায়াত এদেশের টাকা পাচার করে দেশের বিরুদ্ধে কথা বলতে বিদেশি লবিস্ট নিয়োগ করে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদেশিরা আমাদের শুধুই বন্ধু। তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। বরং এদেশের সহযোগী হতে পারে বিদেশিরা।

আসন্ন নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবে নির্বাহী ক্ষমতা থাকবে সরকারের। নির্বাচন কমিশন স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে প্রশাসন। সুতরাং প্রভাবমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিশ্বাসহীনতার কোনো সুযোগ নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ। এসময় জেলা-উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ