• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

স্বাগতিক হলেও বিশ্বকাপে চাপে থাকবে ভারত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

এক দশক হতে চললো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ভারত শিরোপা জেতে না। শেষ বিশ্বকাপ জিতেছে এক যুগ আগে। ২০১১ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে তারা। এবার ১২ বছর পর বিশ্বকাপ টুর্নামেন্ট বসবে সৌরভ গাঙ্গুলিদের দেশে।

আর এ কারণেই এবার টুর্নামেন্টে স্বাগতিক ভার‍ত বাড়তি চাপে থাকবে। এমনটা মনে করছেন হারশেল গিবস।

আগামী অক্টোবর-নভেম্বরের সেই বিশ্বকাপে কি অপেক্ষা ঘুচবে ভারতের? যদি ঘোচেও, কাজটা খুব সহজ হবে না রোহিত শর্মাদের। কেন, সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গিবস।

তিনি বলেছেন, ঘরের মাঠের বিশ্বকাপ প্রত্যাশার চাপে পিষ্ট হতে পারেন রোহিত-কোহলিরা।

এবারের ওয়ানডে বিশ্বকাপে কারা ফেবারিট, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েই ভারতের প্রসঙ্গ টেনেছেন গিবস, ‘ভারতই সবচেয়ে বেশি চাপে থাকবে। ওদের অনেক বড় বড় খেলোয়াড় আছে, যারা চাপের মুখে সত্যিই খুব ভালো খেলে। তবে আমি বলব এবারের বিশ্বকাপটা পুরোপুরি উন্মুক্ত। উপমহাদেশের কন্ডিশনে (নিয়মিত) খেলা দলের তো অভাব নেই। আমি মনে করি রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ