লিওনেল মেসিকে কত বিশেষণই না দেওয়া যায়! রেকর্ডের রাজা কথাটাও খেটে যায় খুব ভালোভাবে।
কত রেকর্ডই না ভেঙেছেন, নিজের রেকর্ডই ফের ভেঙে গড়েছেন নতুন কীর্তি। ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটানো এই কিংবদন্তি ফুটবলার এখন যুক্তরাষ্ট্রের ফুটবলে নীড় গড়েছেন। সেখানেও ইতিমধ্যে রেকর্ডের খেলায় মেতে উঠেছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
লিওনেল মেসিকে পেতে কেন উদ্গ্রীব ছিল ইন্টার মায়ামি, তা প্রমাণ হয়ে গেছে ক্লাবটির জার্সিতে আর্জেন্টাইন তারকার প্রথম ম্যাচেই। যুক্তরাষ্ট্রের ফুটবলকে যে নতুন রং দিতে হাজির হয়েছেন গ্রহের অন্যতম সেরা এ ফুটবলার, তা নির্দ্বিধায় বলেও দেওয়া যাচ্ছে এখন।
গত শুক্রবার লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক হয় মেসির। ম্যাচটিতে যোগ করা সময়ে জাদুকরী ফ্রি ফিকে গোল করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। সুবাদে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু হয় মায়ামির।
টিভিতে প্রচারের ক্ষেত্রে মেসির এই অভিষেক ম্যাচটি উত্তর আমেরিকায় নতুন রেকর্ড গড়েছে। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ফুটবল ম্যাচ এটি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই ম্যাচটি ১ কোটি ২৫ লাখ মানুষ টিভিতে দেখেছে। কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবে আনঅফিশিয়াল লিঙ্কের মাধ্যমে যারা খেলা দেখেছেন, তাদেরকে এই হিসেবে রাখা হয়নি।
গত বছর গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স ও বোস্টন সেল্টিকসের মধ্যকার এনবিএ ফাইনাল ম্যাচটি ১ কোটি ২৪ লাখ মানুষ টিভিতে দেখেছিল। সেটিকে ছাড়িয়ে গেছে মেসির অভিষেক ম্যাচ।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ইভেন্ট এ বছরই অনুষ্ঠিত কানসাস সিটি ও ফিলাডেলফিয়া ঈগলসের মধ্যকার সুপার বোল ম্যাচ। যা দেখেছে ১০ কোটি ৩৮ লাখ মানুষ।