গল টেস্টে জয়ের পর কলম্বোয় দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানে অলআউট করে দিয়েছে তারা।
লঙ্কানদের ধসিয়ে দিতে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের দুই তরুণ বোলার নাসিম শাহ ও আবরার আহমেদ।
২০ বছরের পেসার নাসিম ১৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। ২৪ বছরের লেগ স্পিনার আবরার ২০.৪ ওভার বল করে ৬৯ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় রান আউটে। ওপেনার নিশান মাসুদকা ৬ রান করে ফিরে যান। এরপর তিনে নামা কুশল মেন্ডিস ও চারে নামা ম্যাথুস সাজঘরে ফেরেন। ভরসা দিতে পারেনি অধিনায়ক ও ওপেনার করুনারত্নে। তিনি ১৭ রান করে বোল্ড হন। ৩৬ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা।
সেখান থেকে দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে আশা দেখছিল শ্রীলঙ্কা। ৮৫ রান যোগ করে ভাঙে ওই জুটি। চান্ডিমাল ফিরে যান ৩৪ রান করে। ধনাঞ্জয়া ডি সিলভা দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন। এছাড়া রামেশ মেন্ডিস ২৭ রান যোগ করেন।