• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

আরও শক্তিশালী বসুন্ধরা কিংস

দলবদলের উত্তাপ ক্লাব ফুটবলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। ঘরোয়া ফুটবলে আবাহনীর আধিপত্য ভেঙে করপোরেট এ ক্লাবটিই এখন রাজা। প্রতি মৌসুমে দলবদলের আগেই নিজেদের ঘর গুছিয়ে নেয় তারা। ব্যতিক্রম হয়নি এবারও। এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়নশিপের জন্য আরও দুই বিদেশিকে খুঁজছে তারা। উজবেকিস্তানের এক ফুটবলারেরর সঙ্গে কথাবার্তা নাকি চূড়ান্ত করে রেখেছে।

এর বাইরে নতুন মৌসুমের জন্য আরও শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে চ্যাম্পিয়নরা। কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে এক বছরের চুক্তিও সেরে ফেলেছে। জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, মিডফিল্ডার সোহেল রানা, শেখ মোরসালিন, ফরোয়ার্ড রাকিব হোসেনকে রেখে দিয়েছে। ইনজুরিতে থাকা সাদ উদ্দিন, মতিন মিয়াকেও ছাড়েনি। তবে বাজে সময় পার করা সুমন রেজাকে ছেড়ে দিয়েছে ক্লাবটি।

আবাহনীর ঘরে হানা দিয়েছে তারা। ইতোমধ্যে আবাহনীর মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানাকে দলে ভিড়িয়েছে। এর বাইরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আমিনুর রহমান সজীব, ফর্টিস এফসির রফিকুল ইসলামের সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি। চার বিদেশি রবসন রবিনহো, ডোরেয়লটন, মিগুয়েইল ও দারাবিকে রেখে দেওয়ার সঙ্গে আরও দু’জনকে নিচ্ছে তারা।

ভাঙা-গড়ার খেলায় আবাহনী: গত চার মৌসুমে লিগ শিরোপাহীন আবাহনী। মাঠে যেমন, দলবদলেও বসুন্ধরা কিংসের সঙ্গে টেক্কা দিতে পারছে না ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী মৌসুম শুরুর আগেই ভাঙা-গড়ার খেলায় নামতে হচ্ছে আবাহনীকে। ইতোমধ্যে তাদের ক্লাব থেকে হৃদয়, ফয়সাল আহমেদ ফাহিম, মো. সোহেল রানাকে নিয়েছে বসুন্ধরা কিংস। তারকা ফুটবলারদের শূন্যস্থান পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি।

তারা রেখে দিয়েছে গোলরক্ষক শহিদুল আলম সোহেল, ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে। নতুন করে দলে ভিড়িয়েছে পুলিশ এফসির মো. রবিউল হাসান, শেখ রাসেলের মোহাম্মদ ইব্রাহিম ও মোহামেডানের মেহেদি হাসানকে। বিদেশিদের নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাবটি। এএফসি কাপের পরই নতুন মৌসুমের দল গঠনে আরও বেশি মনোযোগ দিবে আকাশি-নীল জার্সিধারীরা।

এখনও নীরব মোহামেডান: পেশাদার লিগ চালু হওয়ার পর এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মতিঝিলপাড়ার ক্লাবটি। এ ট্রফি জেতার পর অনেকেই হয়তো মনে করেছেন সামনের মৌসুমে শক্তিশালী দলই গঠন করবে তারা।

অন্য দলগুলো যখন ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে, তখন মোহামেডান তাকিয়ে দলবদলের আনুষ্ঠানিকতার দিকে। গত কয়েক মৌসুমে মাঝারি মানের দল গঠন করা মোহামেডানকে এবারও হাঁটতে হচ্ছে সেই পথে। বর্তমান ফুটবলারদের রাখার সব চেষ্টাই করে যাচ্ছে ক্লাবটি। একই সঙ্গে সুলেমান দিয়াবাতেসহ তিন বিদেশিকে রেখে দিচ্ছে মোহামেডান। তাদের ঘর থেকে মেহেদি হাসানকে নিয়েছে আবাহনী। আর বসুন্ধরার মাসুক মিয়া জনিকে দলে ভিড়িয়েছে বলে জানা গেছে মোহামেডানের ক্লাব সূত্রে।

যশোর একাডেমির ফুটবলার নিচ্ছে শেখ জামাল: ২০১৪-১৫ মৌসুমের পর লিগ শিরোপা জিততে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাজে পারফরম্যান্সে এবার ১১ দলের মধ্যে হয়েছে ষষ্ঠ। এমন দুর্দশায় কোচ এ কে এম মারুফুল হকসহ ক্লাবের বেশির ভাগ ফুটবলারকে ছেড়ে দিয়েছে শেখ জামাল। তারকাদের পেছনে না ছুটে তারুণ্যনির্ভর দল গড়ার সব প্রস্তুতি নিয়েছে ক্লাবটি। তারকাদের মধ্যে দলে ভিড়িয়েছে জাতীয় দলের ফয়সাল আহমেদ ফাহিমকে। যিনি কিনা গত মৌসুম খেলেছিলেন ঢাকা আবাহনীর হয়ে।

এশিয়ান গেমসের দলে সুযোগ পাওয়াদের মধ্যে চার-পাঁচ ফুটবলারকে নিয়েছে তারা। শুধু ঢাকাকেন্দ্রিক নয়, ঢাকার বাইরে একাডেমিতে থাকা ফুটবলারদের দিকেও চোখ শেখ জামালের। ক্লাব সূত্রে জানা গেছে, যশোরের শামসুল-হুদা ফুটবল একাডেমি থেকে বেশ কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে তারা। এর সঙ্গে খুঁজছে ভালো মানের বিদেশিও। আগামী মৌসুমে শিরোপার জন্যই লড়াই করবে সাবেক চ্যাম্পিয়নরা।

তারকা মোহ থেকে বের হচ্ছে শেখ রাসেল: জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম, ডিফেন্ডার ইয়াসিনসহ বেশির ভাগ তারকা ফুটবলার ছেড়ে দিয়েছে ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ রাসেল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো তারাও তারকা মোহ থেকে বের হয়ে তরুণ ফুটবলারে ঝুঁকছে। ইতোমধ্যে ফর্টিস এফসি থেকে দলে নিয়েছে জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা, রাইটব্যাক শাহিন মিয়াকে।

একাডেমি ফুটবলারেই দৃষ্টি ফর্টিসের: ফর্টিসের যারা চলে গেছেন, সেই ঘাটতি নিজস্ব একাডেমি থেকে ফুটবলারদের দিয়ে পোষানোর চেষ্টায় ক্লাবটি। দলটির এক নম্বর গোলরক্ষক মিতুল মারমার সঙ্গে চুক্তি করেছে শেখ রাসেল। রফিকুল ইসলামকেও নিয়েছে ক্লাবটি। মজিবুর রহমান জনি যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। বিদেশিদের পারফরম্যান্সে মন ভরেনি ক্লাব কর্তাদের। যে কারণে আসন্ন দলবদলে নতুন বিদেশি নিবে ফর্টিস এফসি।

*এর বাইরে পুলিশ এফসি, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এবং নবাগত গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নও ঘর গোছাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ