ছোট লক্ষ্য তাড়ায় এবার অল্প রানে থেমেছেন লিটন কুমার দাশ। তবে তার দল সারে জাগুয়ার্স পেয়েছে জয়ের দেখা।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বুধবার ১৩ বলে ২টি চারে ১০ রান করেন বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটসম্যান। মিসিসসাগা প্যান্থার্সের দেওয়া ৫৭ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে পূরণ করে সারে।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন লিটন। দলীয় পঞ্চম ওভারে কানাডার মিডিয়াম পেসার সিসিল পারভেজের বলে শোয়েব মালিককে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এই কিপার-ব্যাটসম্যান।
নিজেদের আগের ম্যাচে ব্রমটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচসেরা। টুর্নামেন্টে আগের তিন ম্যাচে তিনি করেন ৩০ বলে ২৫, ২০ বলে ২১ ও ১১ বলে ৯।
সাত ম্যাচে চার জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে লিটনের দল।