• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

সাবিনারা বেতন পাবেন মাসে ৫০ হাজার টাকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিশ্বের প্রায় সব দেশের নারী ফুটবলদের আয়ের মূল উৎস ক্লাব ফুটবল। অর্থাৎ ক্লাবে খেলে যা পারিশ্রমিক পান, তা দিয়েই জীবন পরিচালনা করেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। দেশে নারী ক্লাব ফুটবলের প্রচলন থাকলেও ক্লাব থেকে সেভাবে সন্মানি পান না তারা। যে কারণে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দ্বারস্থ হয়েছেন সাবিনা-সানজিদারা।

ফুটবলাদের দাবি ছিল বেতনসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা। এবার তাদের সব দাবি মেনে ছয় মাসের চুক্তিতে জাতীয় দলের নারী ফুটবলারদের বেতনের আওতায় নিয়ে এসেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বুধবার বাফুফে ভবনে তৃতীয় তলার কনফারেন্স রুমে নারী ফুটবলাদের সঙ্গে চুক্তি করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা গেছে, বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন ৩১ জন ফুটবলার। খেলোয়াড়দের পারফরমেন্স ভালো হলে চুক্তি বাড়াবে বাফুফে। তিনটি ক্যাটাগরিতে এই চুক্তি সই করেন সাবিনা-সানজিদারা।

প্রথম ক্যাটাগরিতে রয়েছে ১৫ জন। তারা প্রতি মাসে পাবেন ৫০ হাজার টাকা। মূলত জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রাই এ ক্যাটাগরির সদস্য। সে হিসেবে সাবিনা পাবেন ৫০ হাজার টাকা। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ১০জন। তারা পাবেন ৩০ হাজার টাকা করে। বাকি ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা বয়সভিত্তিক দলের। তারা পাবেন ১০-২০ হাজার টাকা। এদিকে গত কয়েক মাস ধরেই আর্থিক ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবি করে আসছিলেন নারী খেলোয়াড়রা। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘তারা নানা সময়ে নানা দাবি জানিয়ে আসছিল। তাদের দাবিগুলো পূর্ণ করার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, পেশাদার দৃষ্টিতে নারীদের চুক্তি থেকে ফেডারেশনের অর্থ নেয়া উচিত। কিন্তু আমরা সেটা নিতে চাই না। তারা নারী ফুটবলে প্রথম প্রজন্ম। তাদের আরো সহায়তা করা প্রয়োজন।নারীদের এই বেতনের যোগানদাতা কে? এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেন ,‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরো বেশি দিতাম।নারী ফুটবলারদের প্রায় সব দাবিই পূরণ করেছেন বলে জানিয়েছেন বাফুফের সভাপতি সালাউদ্দিন। তিনি বলেন, ‘ঈদ বোনাসটা দিতে পারিনি। ফুটবল বিশ্বে ঈদ, ক্রিসমাস বোনাস নাই। এছাড়া বেতন বৃদ্ধি, ম্যাচ খেলাসহ অন্যান্য সবই করা হয়েছে।’

সাবিনাদের প্রতি সালাউদ্দিনের প্রত্যাশা, ‘ওরা ভালো পারফরম্যান্স করুক। পারফরম্যান্স করে আরো পাঁচ গুণ দাবি করুক এটা আমি চাই। সেটা আমি না পারি, আরেকজন এসে দেবে। দাবি মেনে নেয়ায় খুশি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, আমাদের দাবি পূরণ হয়েছে। ধন্যবাদ জানাই বাফুফেকে। আমার এখানে বলার কিছু নেই। আমাদের আবদার পূরণ হওয়ায় খুশি।’চুক্তির পর নারী ফুটবলাররা আরো ভালো পারফরম্যান্স করবেন এটাই প্রত্যাশা মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের, ‘এখন থেকে মেয়েরা আরো ভালো ফুটবল খেলবে এই বিশ্বাস করি।’

এদিকে নারী ফুটবলাররা সম্প্রতি সাতক্ষীরায় লিগ খেলতে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে কথা বলেছে বাফুফের সভাপতি। তবে তিনি জানান, তখন ফেডারেশনের সঙ্গে চুক্তি ছিল না। আগামীতে এ রকম ঘটনা ঘটলে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের আওতায় পড়বেন। তখন কঠোর ব্যবস্থা নেবে বাফুফে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ