ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউ জিল্যান্ডের। বৃহস্পতিবার যার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে মিলিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য কিউরা বাংলাদেশ সফরে আসছে।
বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার সবগুলো দিবা রাত্রির। ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর টেস্টের জন্য ঢাকায় আসবে কিউই দল। যার প্রথমটি ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। এর ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।
সূচি:
১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউ জিল্যান্ড
২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)
২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)
২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)
২১ নভেম্বর- নিউ জিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।
২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনও ঠিক হয়নি)
২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনও ঠিক হয়নি)
৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনও ঠিক হয়নি)