• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

মিয়ানমারে ১৯ যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
- ছবি : ফাইল

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি ও সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যুর ঘটনায় দুই সহযোগীসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ