বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ১২৭ রান। ডিন এলগার তার ক্যারিয়ারের নবম অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি ৬৩ রান নিয়ে ব্যাট করছেন।
অন্যদিকে একবার জীবন পেয়ে নিজের ইনিংসকে বড় করে চলেছেন আরেক ওপেনার মার্ক্রাম। অভিষেক টেস্টেই তুলে নিয়েছেন নিজের প্রথম অর্ধশতক।
ব্যক্তিগত ২৮ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়েছিলেন মার্ক্রাম। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মোস্তাফিজুর রহমান। তিনি ৬৪ রানে অপরাজিত আছেন।