• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১৫ বিশ্ববিদ্যালয়ের ২০ দল অংশগ্রহণ করে।

এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলগত ৯ ম্যাচ পয়েন্ট এবং ১৭.৫ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় রানার্সআপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদুর রহমান।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদা সারোয়ার আবেদ, বার্জার পেইন্টসের মহাব্যবস্থাপক একেএম সাদেক নেওয়াজ, দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় চেজ ক্লাবের উপদেষ্টা শামসুদ্দোহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ