বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে আহ্বানে সাড়া দিয়ে মাঠে নামেন দুই প্রোটিয়া ওপেনার এলগার ও মার্ক্রাম।
অন্যদিকে টাইগারদের হয়ে বল হাতে লড়াই শুরু করেন মোস্তাফিজুর রহমান।
তবে এই ম্যাচে উইকেটের পেছনে দেখা যায়নি দীর্ঘদিনের চেনামুখ মুশফিকুর রহিমকে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটের পেছনে দীর্ঘক্ষণ কিপিংয়ের পাশাপাশি উপরের দিকে ব্যাটিংয়ে নামা নিয়ে আলোচনায় আসেন মুশফিক।
তার মতে, এতে তার খুব বেগ পেতে হয়। আর ব্যাটিংয়ে মনোনিবেশও তেমন করতে পারেন না। এর জন্য তার ব্যাটিং অর্ডার নিয়েও সমস্যা হতে থাকে।
এ সমস্যার পাশাপাশি এবারের সফরে টপ অর্ডারে সাকিব না থাকায় বড় দায়িত্বটাই পালন করতে হবে মুশফিককে।
এ কারণেই হয়তো উইকেটের পেছনে আজ নেই দীর্ঘদিনের সেই চেনামুখ।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে আজ মুশফিকের স্থলে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন দাস।