দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ৮৩ রান।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে অনেকটা চেনা পরিবেশেই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
কারণ- পচেফস্ট্রুম, ব্লুমফন্টেইন, কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনের মতো ‘অখ্যাত’ ভেন্যুর চারটিতেই আগে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। এ ছাড়া এসব ভেন্যুর আশপাশে প্রচুর বাঙালি থাকায় অনেকটাই হোমগ্রাউন্ডের স্বাদ পাবে মুশফিক বাহিনী।
এদিকে প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, এ প্রশ্ন ঘুরে-ফিরে ছিল টাইগার সমর্থকদের মনে।
অবশেষে নিজ কন্ডিশনে শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
স্কোয়াডে রয়েছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ও মোস্তাফিজুর রহমান।