• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

সিরিজ ড্র করলেই আটে বাংলাদেশ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অনেক কিছু পাওয়ার আশা তৈরি করেছে টাইগাররা।

পচেফস্ট্রুমে কয়েক ঘণ্টা পরেই সফরের প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজটি  ড্র করতে পারলে র‌্যাংকিংয়ে আসবে পরিবর্তন। সিরিজটি ড্র করতে পারলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসির র‌্যাংকিংয়ের তালিকায় প্রথমবারের মতো অষ্টম স্থানে উঠে আসবে বাংলাদেশ।

বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ৭৫ রেটিং নিয়ে তার ওপরের স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের টপকাতে বাংলাদেশের প্রয়োজন দুই রেটিং পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করতে পারলে ৭৮ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে মুশফিক বাহিনী।

তবে সিরিজটি ২-০ ব্যবধানে হেরে গেলে দুই রেটিং পয়েন্ট কমে যাবে বাংলাদেশের। আর সিরিজ ১-০ ব্যবধানে হারলে আগের রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা।

অন্যদিকে সিরিজ জিতলে বা ড্র করলেও দক্ষিণ আফ্রিকার র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হবে না। তবে সিরিজ হারলে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়ারা তৃতীয় স্থানে নেমে যাবে।

সম্প্রতি টেস্টে টাইগারদের ক্রমোন্নতির ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ