সিরাজগঞ্জ প্রতিনিধি ॥
বাংলাদেশ কংগ্রেস সিরাজগঞ্জ সদর থানার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা খাতুন। আরোচনা সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষনা করেন, বাপ্পি সরদার ও আব্দুল হালিম। রায়হান কবির (মারুফ)-কে আহবায়ক, হুমায়ন কবির সোহেলকে যুগ্ন আহবায়ক ও আফরোজা খাতুনকে সদস্য সচিব করে ৮ জনকে সদস্য করে কমিটি গঠন করা হয়।