• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

উল্লাপাড়ায় এক মণ খড় ৭শ টাকা

আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোখাদ্যের এক মণ খড় এখন ৭শ টাকায় কেনা বেচা হচ্ছে। বেশি দাম দিয়ে গরু পালনকারীরা খড় কিনতে গিয়ে বেশ বিপাকে পড়েছে। চলতি বছর ইরি ধান কাটা মৌসুমে বেশি বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ গ্রামের কৃষকদের খড় পচে নষ্ট হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে অনেক মাঠের খড় রেখে শুধু ধানের ছড়া কেটে আনা হয়েছে। এ সব কারণে গ্রাম গুলোয় গৃহস্থ্যদের এখন খড় সংকট দেখা দিয়েছে। এদিকে ধনী ও মধ্যবিত্ত শ্রেণির বেশির ভাগ গৃহস্থ্য ২/৪ টি করে গরু লালন পালন করছে। এদিকে রোপা আমন ধানের খড় কৃষকদের উঠান আঙ্গীনায় উঠতে এখনও মাস দুয়েক দেরি আছে। স্থানীয় ব্যবসায়ীরা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে খড় আমদানী করে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করছে। একজন ব্যবসায়ী জানান, তারা মোকাম থেকেই বেশি দামে খড় কিনে আনছেন বলে এ দামে বিক্রি করতে হচ্ছে। উল্লাপাড়ার নাগরৌহা গ্রামের বেশ ক’জন গরু পালনকারী জানান, এমনিতেই গোখাদ্য খৈইল, ভুষি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এর উপর খড়ের দাম দিন যেতেই বাড়ছে। এতে করে অনেকেই পালিত গরু গুলোকে বিক্রি করে দেয়ার বিষয় ভাবছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ