• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

দিনের শুরুতেই হার মানল টাইগাররা

আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০১৭

সমর্থকদের অনেকেই আশায় বুক বেঁধেছিলেন টেস্টটা হয়তো ড্র করাও সম্ভব। স্থানীয় সময় দুপুরে ঘণ্টা দুয়েক বৃষ্টির পূর্বাভাস থাকায় এটি আরও বেশি বাস্তব মনে হচ্ছিল।

সমর্থকরা হয়তো ভুলেই গিয়েছিলেন, এটি বাংলাদেশ। তাই তো মনে করিয়ে দেয়ার জন্য আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন টাইগার ব্যাটসম্যানরা। সব শেষ হয়ে গেল মধ্যাহ্ন বিরতির আগেই।

মিছিলের শুরুটা করলেন অধিনায়ক মুশফিক নিজেই। ব্যক্তিগত কোনো রান যোগ না করেই তিনি আউট হন দলীয় ৫৫ রানে। এর পর একে একে রিয়াদ, লিটন দাস ও সাব্বিরের দেখানো পথে ফিরে গেছেন অন্যরা।

৪২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৯০ রান করতে সমর্থ হন টাইগার ব্যাটসম্যানরা। আর ৩৩৩ রানের বড় ব্যবধানের হার মেনে নেয় মুশফিক বাহিনী।

বাংলাদেশকে ৯০ রানে গুটিয়ে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ক্যাসিদো রাবাদা ও কেশব মহারাজ।  মহারাজ ৪ ও রাবাদা ৩ উইকেট লাভ করেন।

এর আগে টস হেরে ব্যাট করে ৩ উইটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে জয়ের জন্য টাইগারদের লক্ষমাত্রা দাঁড়ায় ৪২৪ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ