• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১৭

আপডেটঃ : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

গণিত

 

সনত্ কুমার মালো, প্রভাষক

 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

২০১৪ সালের জানুয়ারি মাসের ১ম শুক্রবার ছিল ৩ তারিখ।

 

ক) ঐ মাসের দ্বিতীয় শুক্রবার কত তারিখ ছিল?

 

ক) উল্লেখিত সালটি কী অধিবর্ষ?

 

গ) উক্ত বছরের ১লা ফেব্রুয়ারি কী বার ছিল?

 

সমাধানঃ

 

(ক) ২০১৪ সালের জানুয়ারি মাসের ১ম শুক্রবার ছিল ৩ তারিখ।

 

সুতরাং ২য় শুক্রবার অর্থাত্ ৭ দিন পরের দিন (৩ – ৭) = ১০ তারিখ ছিল।

 

উত্তর: ২য় শুক্রবার ১০ তারিখ ছিল।

 

(খ) এখানে, উল্লেখিত সাল

 

হলো ২০১৪

 

৫০৩

 

৪)২০১৪

 

   ২০

 

      ১

 

      ০

 

     ১৪

 

     ১২

 

       ২

 

যেহেতু ২০১৪ সালটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

 

সুতরাং ২০১৪ সালটি অধিবর্ষ নয়।

 

উত্তর: ২০১৪ সালটি অধিবর্ষ নয়।

 

(গ) ২০১৪ সালের জানুয়ারি মাসের ১ম শুক্রবার ছিল ৩ তারিখ।

 

অর্থাত্ মাসের ৩ তারিখ ছিল শুক্রবার।

 

সুতরাং ৪ –৭ = ২৮ দিন পর,

 

অর্থাত্ ২০১৪ সালের ১লা ফেব্রুয়ারি ছিল শনিবার।

 

উত্তর: ২০১৪ সালের ১লা ফ্রেব্রুয়ারি ছিল শনিবার।

 

বাংলা

 

মাছুমা আকতার, সহকারি শিক্ষক

 

ওছখালী আলীয়া মডেল সরকারি

 

প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী

 

প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ৫,৬ ও ৭ ক্রমিক প্রশ্নের উত্তর লেখঃ

 

সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ ও নির্মল পরিবেশ অপরিহার্য। ভালো পরিবেশ ভালো ও সুস্থ মানুষ তৈরি করে। কিন্তু নানাবিধ কারনে পরিবেশ দূষিত হচ্ছে। বেঁচে থাকার জন্য যে সুস্থতার প্রয়োজন বর্তমান সময়ে সে পরিবেশ প্রায় হারিয়ে যেতে বসেছে। পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। আমরা সম্মুখীন হচ্ছি নানা প্রাকৃতিক বিপর্যয়ের। আর পরিবেশের এ ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন পর্যাপ্ত বৃক্ষ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু বাংলাদেশে বর্তমানে আছে মাত্র ১৬.৪৬ শতাংশ বনভূমি। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় আমাদের বনায়ন বৃদ্ধি করা উচিত। আর এ উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিবছর ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রতিবছর গাছ লাগানো এবং তা রক্ষণাবেক্ষণ করা। তাহলেই আমরা পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারব।

 

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ                    ১– ৫ = ৫

 

i.অনুচ্ছেদটির মূল বিষয়বস্তু কোনিট?

 

ক. বনজ পরিবেশ

 

খ. বাংলাদেশের পরিবেশ

 

গ. বৃক্ষ ও বৃক্ষরোপণ

 

ঘ. বাংলাদেশের বনভূমি

 

ii. পরিবেশের ভারসাম্যহীনতার প্রধান কারন—

 

ক.অধিক জনসংখ্যা

 

খ. বনভূমির স্বল্পতা

 

গ.কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের বৃদ্ধি

 

ঘ.কলকারখানার কালো ধোঁয়া

 

iii. বাংলাদেশের একটি বিখ্যাত বন হচ্ছে—

 

ক. নীপবন

 

খ. সুন্দরবন

 

গ. শালবন

 

ঘ. হিজলবন

 

iv.একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে—

 

ক. আগুন লাগা            খ.জোয়ার

 

গ. ঘূর্ণিঝড়

 

ঘ. প্রবল বর্ষণ

 

v. বনায়ন কী?

 

ক. বৃক্ষ নিধন

 

খ. বনভূমি সৃষ্টি

 

গ. বনভূমি সংরক্ষণ

 

ঘ. অভয়ারণ্য সৃষ্টি

 

৬ । নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হল। উপযুক্ত শব্দটি বসিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ

 

করঃ           ২´ ৫ =১০

 

শব্দ                           শব্দার্থ

 

ভারসাম্য                    ভারের সমতা

 

নির্মল                         কলুষহীন

 

বৃক্ষ                           গাছ

 

বিপর্যয়                       দুর্যোগ

 

নমুনা                         নিদর্শন

 

সম্মুখীন      কোন কিছুর সামনে পড়া

 

ক. শরতের আকাশ খুব—।

 

খ. এতবড়—সে মেনে নিতে পারেনি।

 

গ. আমি বিদ্যালয়ে দুইটি আম—লাগিয়েছি।

 

ঘ. বাবা প্রাচীন শিলালিপির কিছু—সংগ্রহ করেছেন।

 

ঙ. লিপি দুর্যোগের—হতে ভয় পায়।

 

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখঃ      ৩– ৫=১৫

 

ক.পরিবেশের ভারসাম্যহীনতার প্রধান কারণ কী? এর ফলে কী কী ঘটছে ৪টি বাক্যে লেখ।

 

খ. বাংলাদেশে বনভূমি কেন উজাড় হয়ে যাচ্ছে? তোমার উত্তরের স্বপক্ষে পাঁচটি বাক্য লেখ।

 

গ.‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ