ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা ন্যাশনাল ব্যাংক শাখায় বুধবার (০৪ অক্টোবর) দুপুরে জাল সন্দেহে ৫০ হাজার টাকার বান্ডিলসহ ১ ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ন্যাশনাল ব্যাংক ভালুকা শাখার ম্যানেজার আব্দুল হাই জানান, ভালুকা উপজেলার কাচিনা গ্রামের আব্দুল জব্বারের পুত্র নূরুল হুদা (৫০) ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে আসে। টাকা গুলো জাল সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে টাকাসহ ওই ব্যাক্তিকে থানায় নিয়ে যায়।
তদন্তকারী এস আই আব্দুল মান্নান তালুকদার জানান, টাকাগুলো জাল কিনা তা পরীক্ষা ও ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।