• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে: খসরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে আদমদীঘি বাজারে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সমাধান হবে রাজপথে। তার প্রমাণ আমরা বগুড়াতে দেখছি। ভোট চোরকে রুখতে হবে, ভোট চোরের আস্তানা ঘুরিয়ে দিতে হবে।

তিনি বলেন, তারা (সরকার) মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। আজকে দেশের জনগণ একদিকে আর ভোট চোরেরা আরেকদিকে।

তিনি আরও বলেন, সেলফি তুলে কোনো লাভ হবে না, ফটোসেশন কোনো কাজে আসবে না। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধভাবে ভোট চোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আইনের শাসন ফিরে আসবে, জনগণ নিরাপত্তা ফিরে পাবে। তাহলে শান্তিতে-স্বস্তিতে বসবাস করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ