মে মাসের ২ তারিখ, ২০২১ সাল। লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনার ২ বছর কেটে গেছে। কিন্তু এই সময়ের মধ্যে কেউ করে দেখাতে পারেননি যা, ফেরান তোরেস কাল রাতে সেটাই করে দেখিয়েছেন।
কাতালানদের জার্সি গায়ে শেষ ২০টি সরাসরি ফ্রি-কিক গোল এসেছিল মেসির পায়ে। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার বিদায়ের পর ব্যর্থ অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘ ২ বছর পর সরাসরি ফ্রি কিক থেকে কেউ গোল আদায় করতে পারেননি। তোরেস সেটা ভাঙলেন।
মেসির বিদায়ের পর সরাসরি ফ্রি কিক থেকে গোল করার সুযোগ ৪৯ বার পেয়েছিল বার্সা। লেভানদোফস্কি-রাফিনহারা সে সুযোগ কাজে লাগাতে পারেননি। অবশেষে কাল তোরেস সেটা ভাঙলেন।
রিয়াল বেতিসের বিপক্ষে তিনি মেসির পর এই কীর্তিতে নিজের নাম লেখান। ম্যাচের ৬২ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল আদায় করেন তিনি। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় কাতালানরা।