• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:

ধামরাইয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক জনের মৃত্যু

আপডেটঃ : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ইটভাটার শ্রমিকের মৃত্য হয়েছে বলে জানাগেছে।
শনিবার (০৭ অক্টোবর) সকালে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া এলাকায় মক্কা-মদিনা নামক ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
স্থায়ী ইটভাটার লোক জন প্রতিদিনের সংবাদকে জানান যে, সকালে জহিরুল ইটভাটার সকল কাজ কর্ম শেষ করে হাত-মুখ ধোঁয়ার জন্য পানির মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুাতিক তারে তখন মটরসহ সারা ঘর বিদ্যুৎ হয়ে যাওয়ার কারনে তার হাত মটরের সাথে সংযোগ হয়ে পড়ে। সেখান থেকে তাকে কোন রকম উদ্ধার করে উপজেলা হাসপালে নিয়ে গেলে সেখানকার কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোর্ষনা করে।
এই ঘটনায় ইটভাটার মালিক মোঃ আব্দুল মান্নান বলেন, আমার ইটভাটায় জহিরুল কাজ করত। কিন্তু জহিরুল কাজ কর্ম শেষে হাত-মুখ ধোঁতে গেলে সেখানে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারাযায়।
এই ব্যাপারে কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত দেন্দ্রের (এস আই) কামরুল ইসলাম জানান জহিরুল বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছে। এবং ইটভাটার মালিকের সাথে বসে আপস মিমাংশা করে পরিবারের কাছে জহিরুলের মরণ দেহটি হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ