রংপুর প্রতিনিধি॥
রংপুর সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন দেশে নির্বাচনী ধারাবাহিকতা না থাকায় সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর, দেশে “দুই এমপি-”র জন্য সুষ্ঠু র্নিবাচন হয় না। দুই এমপি হচ্ছে মানি পাওয়ার ও মাসল পাওয়ার। তিনি আরোও বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই , সমঝোতা নেই। একজন আরেক জনের দিকে তাকিয়ে কথা বলেন না । নির্বাচন অনুষ্ঠানের জন্য এটাও ভালো একটা বাধা।
গতকাল শনবিার সকাল সাড়ে ১১ টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, ও জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ কার্যক্রমের আওতায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩ টি ওয়ার্ডের ৩ লাখ ৫৭ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে।