রংপুর প্রতিনিধি॥
রংপুর কোতয়ালী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল মিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি আইন বিভাগে এলএলবি (অনার্স) এবং এলএম পাস করেছেন। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা, সবুজবাগ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এসবি ঢাকা, সিআইডি ঢাকা, গুলশান, কাফরুল এবং মিরপুর থানায় ছিলেন। গত ২৭ সেপ্টেম্বরে রংপুর কোতয়ালী থানার ওসি হিসেবে তিনি নিয়োগ পেয়ে গত বৃহস্পতিবার সদ্য বিদায়ী ওসি পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার এবিএম জাহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।