রংপুর প্রতিনিধি॥
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্রবরতা-গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতিসংঘ বরাবর স্মারকলিপি পেশ করেন । গতকাল শুক্রবার সকাল ১১টায় চৌধুরাণী বাজারে সিপিবি-বাসদ চৌধুরাণী অঞ্চল শাখার উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
গণস্বাক্ষর সংগ্রহকালে বক্তব্য রাখেন, সিপিবি’র পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড গোলজার হোসেন, বাসদ-এর স্থানীয় সংগঠক মাহমুদুল হাসান আরিফ, পীরগাছা উপজেলা সংগঠক ভাস্কর দাস গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রংপর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশিকুল ইসলাম তুহিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ।