ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ৩০৫ গ্রাম হেরোইনসহ মো. তোসরিকুল ইসলাম ওরফে দরবেশ শফিকুল (৫১) নামে এক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, সকালে আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০৫ গ্রাম হেরোইনসহ তোসরিকুলকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানান, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। আটক তোসরিকুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।