চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শনিবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু যুবক রয়েল(২০) উপজেলার মেডিকেল মোড়স্থ তার মামা আলমের লেদে কাজ করা অবস্থায় বিদ্যুৎ পিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন। তার বাড়ী উপজেলার ঝাউবোনা গ্রামে। তার পিতার নাম আব্দুস শুকুর। সে র্দীঘ দিন ধরে তার মামার লেদের দোকানে ওয়রিং মিস্ত্রী হিসেবে কাজ করে আসছিলো। শনিবার সে একই বেলা ১১টার দিকে দোকানের পিছনে কাজ করা অবস্থায় এ দূর্ঘটনার শিকার হয়্। পরে অপর একজন কর্মচারী ঘটনা স্থলে এসে রয়েলকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। দ্রুত স্থানীয়দের খবর দিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সাব-জোন এজিএম সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মতামত দিতে রাজি হননি।