• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

শিগগির ডাক আসবে, প্রস্তুত থাকুন: আমীর খসরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চে যোগ দিয়ে এক পথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিবেদক

নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতি শিগগির ডাক আসবে। তখন আমাদের ঠিকানা হবে শুধুই রাজপথ।

তিনি বলেন, মানুষের ধৈর্য ভেঙে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশের মানুষ রাস্তা দখল করে ফেলেছে। কেউ ঘরে ফিরে যাবে না। রাজপথেই ফয়সালা হবে।

বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চে যোগ দিয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির এক দফা দাবিতে এ রোডমার্চ করছে বিএনপি।

সকাল ১১টায় কুমিল্লা কালা কচুয়া খন্দকার ফিলিং স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়। ১৫৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চট্টগ্রাম কাজির দেউরী মোড়ে গিয়ে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

আমীর খসরু বলেন, বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে সরকার। বহু মানুষকে গৃহহারা করেছে। তারপরও আমরা অসহিংস আন্দোলন করে যাচ্ছি। তারপরও যদিও দলীয় আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করে করে তাহলে প্রতিরোধ করবো। কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।

তিনি বলেন, আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করছি। এ সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না। অতি শিগগির ডাক আসবে। প্রস্তুত থাকুন। তখন আমাদের ঠিকানা হবে শুধুই রাজপথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ