ধামরাই(ঢাকা)প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ১০পিচ ইয়াবাসহ মোঃ আলী হোসেন (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) সকালে তাকে নবগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোঃ আলী হোসেনের বাড়ী ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া আর্দশ গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে বলে জানা যায়।
এই ব্যাপারে কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) মোঃ মহসিন হোসেন সংবাদ সংযোগকে জানায়, নবগ্রাম বাজারে মাদক বিক্রির সময় স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে মোঃ আলী হোসেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।