ফরিদপুরের বোয়ালমারীতে প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল ওহাব শেখকে (৬৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওহাব বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের বাসিন্দা।
ডহরনগর পুলিশ তদন্তের কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আব্দুল ওহাবের নামে মাদারীপুর জেলায় একটি প্রতারণা মামলা হয়। ওই মামলায় তার নামে ওয়ারেন্ট হয়। গোপন তথ্যের মাধ্যমে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে ওহাবকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওহাবকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।