যশোরের বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ মানিক মিয়া (৩৭) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার সকালে বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার, এক হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশী টাকা জব্দ করা হয়।
মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।
যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ডলারের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুমে অবস্থান নেয়। কিছু সময় পর ভারত হতে আগত এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা বেলেন্ডার মেশিনের ভেতর (অভিনব কায়দায় লুকায়িত) থেকে ৯০ হাজার মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯৯ লাখ পাঁচ হাজার চার শ’ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশী নাগরিক স্বীকার করেন, তিনি অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশে উক্ত মার্কিন ডলার বহন করছিলেন। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভারতীয় এক হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশী ৩২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত দেশী-বিদেশী মুদ্রাসহ মোট সিজার মূল্য ৯৯ লাখ ৪০ হাজার ১৫ টাকা।
আটককৃত বৈদেশিক মুদ্রাসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।