বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণ অনশন’ ভাঙলেন বিএনপি নেতারা।
শনিবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের ফলের রস দিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
মির্জা ফখরুলের সঙ্গে অনশন ভাঙেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানও।
এর আগে বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিন ঘণ্টার এই কর্মসূচির শুরু হয়।
গণ অনশনে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠন, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।