• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

রাজশাহী র‌্যাব-৫ কর্তৃক ০৫ কেজি হেরোইনসহ ০১ জন মাদক সম্্রাট গ্রেফতার

আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, উপরোক্ত মাদক স¤্রাট মোঃ সাজেমান দীর্ঘদিন যাবৎ আইনের চোখ ফাঁকি দিয়ে সমাজের সাধারন মানুষকে রক্তচক্ষুর ভয় দেখিয়ে যুব সমাজকে ধ্বংসের অপপ্রয়াসে পার্শ্ববর্তী ভারত ও বাংলাদেশ সীমান্তে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উক্ত মাদক স¤্রাটকে গ্রেফতারের নিমিত্তে দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে র‌্যাব-৫। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ অক্টোবর ২০১৭ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী একটি বড় হেরোইন মাদকের চালান সহ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারেংপুর (নতুনপাড়া) গ্রামে পদ্মা নদীর পাড়ে গোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান এর নেতৃত্বে দ্র”ত উপরোক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ সাজেমান’কে তার ডান হাতে থাকা কাপড়ের ব্যাগ ভর্তি (ক) হেরোইন-০৫ (পাঁচ) কেজি (মূল্য প্রায় ০৫ কোটি টাকা), (খ) মোবাইল ফোন-০১ টি সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ