কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে সাময়িক বন্ধের পর ফেরী চলাচল শুরু হয়েছে। রৌমারী ঘাটের পন্টুনের র্যামের নিচের মাটি ধসের কারণে ফেরী চলাচল বন্ধের একদিন পর আবার চলাচল স্বাভাবিক হওয়ায় পরিবহন সংশ্লিষ্ট মানুষ ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
সোমবার (১৬ অক্টোবর) চিলমারী নৌবন্দর থেকে ফেরী কুঞ্জলতা সকাল ৭টায় ১০টি পরিবহন নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
এর আগে শনিবার ১৪ অক্টোবর বিকেলে রৌমারী ফেরী ঘাটে নদীর স্রোতে প্লাটুন র্যামের নিচে মাটি ধসের কারণে যাত্রী নামতে পারলেও নোঙর করা ফেরীর পন্যবাহি ট্রাক আটকা পড়ে। এছাড়া ঘাটে থাকা প্রায় শতাধিক পন্যবাহি ট্রাক আটকা পড়ে।
এতে ভোগান্তিতে পড়ে দুই পাড়ের প্রায় শতাধিক ট্রাক। পরে নৌ ঘাটের মেরামত কাজ শেষ করলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট মেরামত শেষে সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।