• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে: শাহজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। দেশের অভূতপূর্ব উন্নয়ন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু রেল সেতু, উড়ালসড়ক,পরমানু বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। সেইসঙ্গে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে ব্যাপক আকারে।

তিনি গতকাল সোমবার বিকেলে দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলার কামালপুর, কুতুবপুর ও ফুলবাড়ী ইউনিয়নে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রযাত্রার কথা তুলে ধরে মনোনয়ন প্রত্যাশী লিপি বলেন, কৃষি নির্ভর সারিয়াকান্দি-সোনাতলা ভূমি। কৃষি যেমন সমৃদ্ধ তেমনি দুইটি উপজেলার পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বার খুলতে হবে। এজন্য প্রয়োজন সময়পোযোগী স্মার্ট পরিকল্পনা। তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তিতে। জননেত্রী শেখ হাসিনার সহযোগী হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রবল অভিপ্রায় থেকেই বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলার) আসনের নানামূখী প্রকল্পগুলো বাস্তবায়নের করতে চাই। কুতুবপুর ইউনিয়নে আব্দুল রাজ্জাক মন্ডল ও কামালপুর ইউনিয়নে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক নুর আলমের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, ৩ নং ওয়ার্ড যুবলীগ সাবেক সভাপতি কামাল হোসেন মিঠু,ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ছামছুল হক বাবলু,উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুর ইসলাম,ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড সহ-সভাপতি ও মেম্বার মোঃ রুবেল প্রামানিক, সারিয়াকান্দি পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মোমিন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম রব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর হোসেন,চন্দনবাইশা ইউনিয়ন যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমন,ছাএলীগ সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাসিম হাসান, কুতুবপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা আবু ছালেম নাছিম,লফিকুল ইসলাম ভিক্কুসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন,    সারিয়াকান্দিতে শাহাজাদী আলম লিপির পক্ষে মহিলা সমাবেশ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ