• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ছবি :সংগৃহীত

প্রায় ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ ঢাকা-রাজশাহীসহ আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আন্তজেলা ও দূরপাল্লার সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নওগাঁ জেলা মটর মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিএনিজি মালিক গ্রুপ ও বাস মালিক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে সিদ্ধান্ত আসে বাস ধর্মঘট প্রত্যাহার করার। অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী সিএনজি অটোরিকসা গুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কে যাত্রী পরিবহন করতে পারবে না। এমন আশ্বাসের ফলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন জানান, দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসে। তবে শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাংচুরের ঘটনায় তারা বিচার চেয়েছেন। এছাড়া পরবর্তীতে তাদের কোনো ড্রাইভার বা শ্রমিককে যেন লাঞ্চিত হতে না হয় সে বিষয়ে সতর্ক করে দেন তিনি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানিয়েছেন, জেলায় বাস ও সিএনজি অটোরিকসা দ্বন্দ্ব দীর্ঘ দিনের। তবে বর্তমানে একটি সঠিক সমাধানে এসেছেন তারা। দুই পক্ষের দাবি দাওয়া মেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বর্তমানে। তবে মারপিট বা ভাংচুরের ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ