হিন্দু-ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম আজ থেকে আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত ছয় দিন বন্ধ থাকবে।
শনিবার বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বিষয়টি নিশ্চিত করেন।
বন্দরের ওপারে ভারতের চাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ট্রাক অনার অ্যাসোসিয়েশনের উদ্ধতি দিয়ে তিনি জানান, শনিবার থেকে আগামী ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৬ দিন এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় সাত দিন বন্দরের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে, কালীপূজা উপলক্ষে আগামী ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে আগামী ১৯ নভেম্বর বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।