কোন ভুলে কোন অভিমানে
ভুলে গেলি তোরা আজ আমায়,
আদর ভালোবাসায় তোদের বড় করে
প্রতিদান দিলি আমায় বৃদ্ধাশ্রমের ঠিকানা।
মনে কি পড়ে না তোদের আমার কোন কথা
অথবা ছোট বেলার কোন স্মৃতি,
সেই যে রেখে গেলি বৃদ্ধাশ্রমে আমায়
দিন রাত চেয়ে থাকি তোর ফেরার আশায়।
আজ বৃদ্ধাশ্রমে সবাই আমার আপন
তোরা সবাই আজ শুধু পর,
তোদের নিয়ে কথা বলি আমি
খুশি থাকে আমার মন।
ভালোই আছি সুখেই আছি
আমি মা বৃদ্ধাশ্রম।