ইউএফসি চ্যাম্পিয়ন হওয়ার পর জয় উদযাপন না করে ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন রাশিয়ার ইসলাম মাখাচেভ।
শনিবার আবু ধাবিতে টুর্নামেন্টের মিক্সড মার্শাল আর্টের প্রথম রাউন্ডের নক আউটে অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভলকানভস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
জয়ের পর কোনো উদযাপন করেননি ইসলাম মাখাচেভ। ওই সময় তিনি ফিলিস্তিনের জনগণের পাশের থাকার কথা জানিয়েছেন।
ইসলাম মাখাচেভ বলেন, ‘আজ কোনো জয় উদযাপন করছি না। ফিলিস্তিন, আমরা তোমার পাশে আছি। আমাদের সব দোয়া তোমাদের সাথে আছে।’
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের একের পর এক বোমা হামলায় নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে।