চলতি বিশ্বকাপে হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না বাংলাদেশ। বিশ্বমঞ্চে টানা চার পরাজয় দেখেছে লাল-সবুজেরা। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে দাপুটে জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ নিউজিল্যান্ড ও ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শোচনীয় পরাজয় দেখেছে সাকিব বাহিনী।
বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে অনেক ব্যাকফুটে বাংলাদেশ। এখন দুই পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে টাইগাররা।
বিশ্বকাপে উড়ন্ত প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগেও টাইগার অধিনায়ক সাকিব জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী ছিলেন। এমনকি ম্যাচ শুরুর আগে সমর্থকদের কাছে টস জয়ের জন্য দোয়াও চেয়েছিলেন। এ ম্যাচের আগে সেমির স্বপ্ন আবারও দেখিয়েছিলেন সাকিব। পাশাপাশি এখনই সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বানও করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
তবে প্রোটিয়াদের বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হারের পরপরই সাকিবের কণ্ঠে বদলে গেছে সুর। প্রোটিয়াদের সঙ্গে হারের পর ছেড়ে দিয়েছেন সেমিফাইনালের স্বপ্ন।
সাকিবের ভাষ্য, যদি সেমিফাইনালে না যেতে পারি তাহলে অন্তত ৫ থেকে ৬ অবস্থানে থেকে শেষ করতে চাই। আমরা এমন দল না যে এটা করতে পারব না। তবে আমরা আরও শক্তিশালী হয়ে শেষ করার আশা করছি।