চাঁদপুরের মতলব দক্ষিণে রং মিশিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করায় সিয়াম ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পৌর এলাকার পানির ট্যাংকি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকির অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলার পানির ট্যাংকি এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় সিয়াম ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাতে ক্ষতিকর রং মিশিয়ে খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিককে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্ষতিকর রং ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে মতলব থানার পুলিশ সহযোগিতা করে। ভোক্তার অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।