• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

আনসার বাহিনীর ক্ষমতা রক্ষীবাহিনীর পুনরাবৃত্তি: জেএসডি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

জাতীয় সংসদে ব্যাটেলিয়ান আনসারবাহিনী’র ক্ষমতা বৃদ্ধি করে বিল উত্থাপনকে বিরোধী দলের প্রতি ত্রাস, ভীতি ও শঙ্কা ছড়ানোর উদ্দেশ্যে রক্ষীবাহিনী’র পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সোমবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আনসার বাহিনী হচ্ছে সাহায্যকারী বাহিনী যা অক্সিলারি ফোর্স হিসেবে চিহ্নিত। প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ পাস হলে তা কার্যত আনসারবাহিনীকে পুলিশবাহিনীর সমান্তরাল বাহিনীতে পরিণত করবে এবং দুই বাহিনী’র মধ্যে বিরোধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স বলে যে আইন প্রণয়ন করা হয় তাতে আনসারবাহিনী বিলোপ করে রাজাকারবাহিনী গঠন করা হয়, পরে তা আধা সামরিকবাহিনী হিসেবে কাজ করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে আধা সামরিকবাহিনী হিসেবে রক্ষীবাহিনী গঠন করা হয়।

এই দুই আধা সামরিকবাহিনী সদস্যদের কার্যক্রম এবং তাদের ক্ষমতার অপব্যবহার অনেক অস্বাভাবিক ঘটনার জন্ম দিয়েছে। পরিশেষে দুই বাহিনীকেই বিলুপ্ত করতে হয়েছে।

তারা বলেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিরস্ত করা যায় না, সেখানে একটি আধা সামরিকবাহিনীকে ব্যাপক ক্ষমতা ও আইনি দায়মুক্তি দেওয়া হলে রক্ষীবাহিনী’র মতো তা ভয়ঙ্কর হয়ে উঠবে। অতীতেও পুলিশ এবং আনসারবাহিনী’র সমন্বয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে আনসারের ক্ষমতা বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।

জেএসডি শীর্ষ নেতারা বলেন, সরকারের এহেন কার্যকলাপ রাজনৈতিক ক্ষেত্রে যেমন একদলীয় ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ভোটারবিহীন এককরফা নির্বাচন করার পায়তারা তেমনি আনসারবাহিনীকে নতুন ক’রে ক্ষমতা দিয়ে রক্ষীবাহিনীর কায়দায় জনগণের উপর অত্যাচারের মাধ্যমে সমাজের সর্বস্তরে ভয়ের সংস্কৃতিকে স্থায়ী রূপ দেয়ার এক ঘৃণ্য অপচেষ্টা মাত্র।

আনসারবাহিনীকে নতুন ক’রে ক্ষমতা দেওয়ার সঙ্গে বিরোধীদের কারাগারে নিক্ষেপ এবং নাগরিকদের সন্ত্রস্ত করার যে কোনো পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান নেতৃদ্বয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ